কবিতা – প্রেম

প্রেম
– শিলাবৃষ্টি

 

 

হৃদয়ের সাথে হৃদয়ের যোগে
হৃদয়ের আলাপন,
ভালোলাগা থেকে ভালোবাসা হয়ে
হৃদয়েই স্থাপন।
কত ভালোবাসা, কত আলো আশা
দুইটি মনের দ্বারে,
আলোর প্রদীপ জ্বলে ওঠে ঐ
নিকষ অন্ধকারে।
‘প্রেম’ এই ছোট শব্দের মাঝে
আকাশ লুকিয়ে থাকে –
ভালোবাসাহীন জীবন ফুরায়
চলতি পথের বাঁকে।
কত রঙে রূপে কত নামে এই
প্রেমের উতাল ঢেউ,
হিসেব রাখেনি, গুনতে পারেনি
ধরণীর মাঝে কেউ।
এসো আজ সখা দু’হাত বাড়ায়ে
সুহৃদ আলিঙ্গনে,
প্রাণের পরশে জাগাও হরষে
তোমার আপনজনে।

Loading

Leave A Comment