Site icon আলাপী মন

কবিতা- শিক্ষণীয়

শিক্ষণীয়
-সঙ্কর্ষণ

 

 

আমাদের দেশ চালানোর পরিস্থিতি?
যেখানেই রাখবে দু’চোখ, অরাজনীতি।

এখানে নির্বাচকেও খুব বাহারে
থাকে সব খুব খুশীতেই স্বৈরাচারে।

খাতাতে সে’ই তো রাজা নৈতিকতায়
অথচ একখোঁচাতেই, “মন্ত্রী কোথায়? “।

এসবই খুব বাজে তাই যাচ্ছো চ’লে
নাগরিক, টিকতে তো হয় জিততে হ’লে।

নাকি যা ঘ’টছে ঘ’টুক, যাক মিটে যাক?
আমাদের পাত জুড়ে থাক মাছঢাকা শাক,
জীবনেও ভ’রবেনা আর ছোট্টো এ’ফাঁক
কাঁপুনির শব্দে মরে বিপ্লবী ডাক।

নিজেকেই প্রশ্ন করো, “রক্ত আছে? “
এহেন লাখ মাতনেও যে না নাচে,
কপালের সব ভাঁজে তার মৃত্যু লেখা…

আমাদের রাজনীতি আর হয়না শেখা।

Exit mobile version