ভ্রান্ত বিলাস
-অমল দাস
সাঁঝের অবহেলিত আঁধারে দু-চারটি মশা হত্যায়
বীরত্বের ছাপ দেখি হাতের তালুতে,
পার্শ্ববর্তী গৃহের সন্ধ্যারতির গম্ভীর শঙ্খনিনাদে
কলিঙ্গ জয়ের কেতন, দিগন্তে মিলিয়ে যাওয়া –মনমাঠে।
মাটি পথে ভাঙা মালসার মর্মর ধ্বনিতে
অভিমানী ঢেউ উতলে ওঠে দু’ধারে,
-গুঁড়িয়ে দিতে পারি সব!
শব হয়ে পড়ে থাকা মূষিক ভাবতে পারেনা
তবু পদ কম্পনে নিথর দেহ ভাবে মুনিব বুঝি!
অভ্যার্থনায় উগ্র আতর ছড়ায় বাতাসে।
মাথার উপর কালপুরুষ আর ধ্রুবতারার স্বীয় দ্বন্দ্বে
হুতুমের দল শিকার খোঁজে পরিচিত আঙিনায়।
শহরতলীর শেষ ট্রেন হুইসেল দিয়ে ফিরে আসে,
একদল পরিযায়ী পাখি তখনও ঝিল পাড়ে কাঁদে!
চপ্পল পায়ে ধূমায়িত সুখটানে কলমির ডাল ভাঙি
আর আত্মতৃপ্তির উৎসুক কাঁসি দিয়ে ভাবি -পথ চিক্কণ।
বাহঃ
ধন্যবাদ
শব্দ যখন শিকড় তোলে তখন মনে হয় এইভাবে হৃদয়ে লালিত হয় কবিতা। অসাধারণ কবি
সব সময় একটা শব্দের বাগান তৈরির চেষ্টা থাকে। পাঠকের এমন মন্তব্য পেলে আরও আপ্লুত হয়ে উঠি
অনবদ্য লেখনী
ধন্যবাদ আপনাকে