Site icon আলাপী মন

অণু গল্প- প্রাপ্তি

প্রাপ্তি
– সৃজিতা ধর

 

 

আন্তর্জাতিক আর্ট গ্যালারিতে একটা ছবি আজ‌ জায়গা করে নিয়েছে। প্রদর্শনীতে আগত প্রায় প্রত্যেকটা লোক ছবিটার সামনে গিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে শিল্পীর সৃষ্টি দেখে। ছবিতে দেখা যাচ্ছে একটা বড়ো স্টেডিয়াম, হ্যালোজেন, অগণিত মানুষ, একজন ফুটবলারের পা আর পায়ের সামনে একটা ফুটবল। কি অদ্ভুত সুন্দর ভাবে আঁকা হয়েছে সেই ছবিটা…যেন জীবন্ত!
আজ প্রদর্শনীতে স্থান প্রাপ্ত সকল চিত্রের চিত্রশিল্পীদের উত্তরীয় পরিয়ে সন্মান জানানো হচ্ছে। সেই ফুটবলারের ছবিটার শিল্পীর নাম ঘোষণা করার পর স্টেজের সামনে এগিয়ে আসছে হুইলচেয়ারে বসে থাকা অতীন্দ্র সেন। একটা পা ওনার নেই। আসলে যার নেই শুধু সেইই বোঝে। জীবনের সবথেকে বড় আঘাতটা ওনাকে যেন নতুন করে পথ দেখিয়েছে। এটাই হয়তো সেই হার না মানা প্রবৃত্তি। হাততালির আওয়াজটা ক্রমশঃ জোরালো হয়ে উঠছে।

Exit mobile version