Site icon আলাপী মন

কবিতা- অভিপ্রায় সংহিতা

অভিপ্রায় সংহিতা
– পারমিতা ভট্টাচার্য

 

 

অসংখ্যবার কাটাকুটি মেখেছি চোখে
যাপনের গাথা, কুন্ডলী ছড়িয়ে
অবকাশে মিলিয়ে গেছে ভুল গ্রহে…..

আমি প্রশ্ন চিহ্ন নিয়ে ভাবিনি কখনো…..
এক ঝলক অরণ্যপ্রেম, আলোকবর্ষ দূর থেকে
ডাক দিয়েই থেমে গেছে মাঝপথে…..
কাকে চাই,কীই বা চাইরা উত্তর খুঁজে পায়নি এখনও
আমি বহুবার সংঘাতের ঘাটে অশৌচ মুছেছি,
আজও তবু শুদ্ধ একটা আলেয়া পেলাম না…….
যার চকিত আলোয় উদ্ভাসিত হবে অস্তিত্ব,
ভোকাট্টা হবে গোটা একটা অভিযোজিত সংকট…..

আমি কে? এই প্রশ্ন করেছি যতবার
কথাকলি জাফরী চোঁয়ানো আস্ফালনে……
হেরে গেছে ভেবে উত্তর পেয়েছি
তার থেকেও অনেক বেশি…..
তারপর…… চোখ বুজে দেখি,
সবাই ফেলে গেছে বদ রক্ত- হাড়- কঙ্কাল……
শুধু মায়ানদী, নতজানু দ্বীপে,ভাত বেড়ে
অরণ্য বাতাস ছড়িয়ে বসে আছে আজন্মকাল……

গত জন্মের সব ঋণ চুকে গেলে
এই জন্মের খেরোর খাতায় একটা গ্যালাক্সি আঁকবো
শুধু পরের জন্মে ঋণমুক্ত একটুকরো
অভিপ্রায় সংহিতা হবো বলে……….

Exit mobile version