Site icon আলাপী মন

অণু কবিতা- চন্দ্রিমার আঙিনা

চন্দ্রিমার আঙিনা
– রাখী চক্রবর্তী

গোধুলি লগ্নে সিঁদুর মাখা মেঘে চেয়ে থাকি আনমনে,
অরণ্যের সারি, নাকি ভালবাসার আড়ি
চন্দিমার আঙিনায়
স্থান পেয়েছে কে জানে?
ভাঙা ভাঙা আঁধারি আলো আছড়ে পড়েছে আমার
শূন্যতাবিহীন এ জীবনে
কত স্মৃতি, কত আবেগে মাখা ছিল আমার রাতের আকাশ,
আজ হাহাকার মূর্ছনা গ্রাস করেছে
আমার প্রতিক্ষণের উল্লাস।

Exit mobile version