Site icon আলাপী মন

কবিতা- চরিত্রহীন

চরিত্রহীন
– কাজল দাস

 

 

শালীনতার বাঁধ ভেঙেছে তোমার রূপ,
তোমায় ছঁ’বো বলে আমি রোদ মেখেছি,
বৃষ্টি ছুঁয়েছি, সন্ধ্যে মেখেছি গায়ে,
ভিড় রাস্তায় ঘেঁষে গেছি শীতল উষ্ণতা,
শুষে নিয়েছি গায়ের গন্ধ,
দিনান্তে সবুজ মুছে ফেলে-
কালো হাত তোমায় ছঁ’বে; নষ্ট মন,
তাই শত বছরের ঝঞ্জা বুকে নিয়ে-
ছুটে এসেছি অন্য গ্রহ থেকে,
তোমার জনবহুল শহর, কলকাতায়।

ট্রামে-বাসের শব্দে বিরক্ত মন,
মেপে গেছে শব্দহীন পদচারণ।
আর তুমিও শাড়ির ভাঁজ ঠেলে-
বেড়িয়ে পড়েছো আমার স্পর্ধা যাচাই করতে,

যদি বল চরিত্রহীন.
আমি বলবো এই শতাব্দীর সেরা প্রেম,
প্রতি মুহূর্তে লিপিবদ্ধ করেছি-
তোমার অফিস ফেরা জরুরী হিসেব।

Exit mobile version