Site icon আলাপী মন

কবিতা- ঋতু’দের প্রেম

ঋতু’দের প্রেম
– সীমা চক্রবর্তী

 

 

দগ্ধ জ্বলা গ্রীষ্ম দহনে রৌদ্র গলা তাপে,
দাবানলে জ্বললো বন, ভালোবাসার চাপে।

সে দহনে পরলো খসে শীতল বৃষ্টি ফোঁটা,
অশনিপাতে বর্ষা বুকে প্রেমে শিউরে ওঠা।

সেই শিহরণ লাগলো যখন কাশের সাদা বনে,
শিউলি তখন মনের কথা বললো জনে জনে।

শিউলির প্রেম মিলিয়ে গেলো হিমেল হাওয়ার টানে,
আকাশ প্রদীপ উঠলো জ্বলে মন কেমনের গানে।

সে গান গিয়ে ঝরিয়ে দিলো পর্ণমোচীর পাতা,
শীতের রোদে প্রেমের তখন খুনসুটিতে মাতা।

জাফরানি রোদে রঙ লাগালো বসন্তসখার সুর,
পলাশের মন আগুন প্রেমে চুড়ান্ত ভাঙচুর।

Exit mobile version