কবিতা- বরাভয়

বরাভয়
-সঙ্কর্ষণ

 

 

ওরা সব বাইরে থেকে দেখছে তবু
এখন আর হাঁকডাকে না মন্ত্রী গবু
আমরাও ভুল করিনি ঠিকটা কোথায়?

জল এলে পা ধুয়ে যায় সত্যি কথা
যারা ঢেউ ছোট্টো শিশু নেই ক্ষমতা
দিনেতেও নামছে আঁধার অস্ত কে যায়?

রাজাদের দরজাতে যেই সিঙ্গী ডাকে
কে যেন এই বাড়ি নয় বলতে থাকে
মনে হয় কোনটা মানুষ কোনটা পশু?

হঠাৎই চুপ করে যায় ঘাসজমিরা
ঘড়ি যায় উল্টোপথের আলতামিরা
কী কাহন বুনলে মায়ায় বিশ্ববসু?

খেলাঘর সব কেড়ে নেয় আর ছেলেরা
এ কেমন বিঁধছে বুকে কার শেলেরা
কে মোছেন ক্লান্ত দু’চোখ মধ্যরাতে?

এখন আর রাত নামেনা নিভলে আলো
বিকেলের পরটা শুধুই বড্ড কালো
দেখি হায় রক্ত লেগে মা’র ডানহাতে।

Loading

Leave A Comment