এ ভাবেও কি
-জিৎ সাহ
এ ভাবেও কি সুখে থাকা যায়?
—এভাবে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না।
আমি সীমিত আমার সীমানায়
আমি অধিকার বোধে আবদ্ধ।।
আমার সাধের এই পৃথিবী ওলটপালট হয়ে গেলেও
অযাচিত মঙ্গলের বুকে আমি পা রাখছি না…
জানি,
তোর চাঁদ ! –যার স্নিগ্ধ জোছনায় ,
স্নিগ্ধা ।
আলোয় আলোকিত তূই।।
কিন্তু !
আমার যে মত ঋণ
শুধু এ বসুধার সাথেই।
–তোর নীরবতায় মা চক্রবৃদ্ধি হারে বাড়ছে দিনের পর দিন।।