Site icon আলাপী মন

কবিতা- অনুপমার সমর্পণ

অনুপমার সমর্পণ
– অমিতাভ সরকার

 

 

মাঝে মাঝে লগ্ন ফুরিয়ে যায় চাইলেও তোমাকে খুঁজে পায় না।

কখনো বা তুমি এসে আমাকে ধরতে পারো না- যন্ত্রণার প্রতিমা হারিয়ে যায়।
এভাবেই চলতে চলতে কখনো বা গোধূলি আসে,
অস্তাচলের রবি জানান দেয় তুমি আছো।

ভাগীরথীর জলে প্রতিচ্ছবি ভাসে, ঢেউয়ে ঢেউয়ে কি অপরূপ দৃশ্য।

খিলখিল করে হেসে বলো দেখো আমি এসেছি।

নরম রোদ, নৈশ আহারের শেষ প্রচেষ্টায় মাছরাঙ্গা।

নদী পাড়ের বৃক্ষরাজি ঘুমের দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

অনুপমা তুমি সর্বক্ষণের জন্য আমার হাড়, মজ্জায়, চিত্তে, অনুভবে জড়িয়ে আছো।

সব জেনেও তুমি নিজেকে লুকিয়ে রাখো।

যন্ত্রণা, কি গভীর যন্ত্রণা বহন করে চলেছি।

গভীর নিম্নচাপ তৈরি হোক, প্রচন্ড ঝড় সঙ্গে ভূমিকম্প।

রোদন ভরা বর্ষা নামুক তোমার দু’চোখ বেয়ে,

দু’ হাত প্রসারিত করে বলতে থাকো কবি, তোমায় আমি ভালোবাসি।

আমি সমর্পিত তোমার কাছে। আমার রূপ-রস-গন্ধ সবই তোমার জন্য।

তুমি যেমন খুশি আঁকতে থাকো।

Exit mobile version