Site icon আলাপী মন

কবিতা- নিরুদ্দেশ

নিরুদ্দেশ
– উজ্জ্বল দাস

 

 

হারিয়ে গেছে ঝগড়া করা
হারিয়ে গেছে লাল দালান,
হারিয়ে গেছে যৌথ থাকা
হারিয়ে গেছে দিন গুলান।

সকাল বেলায় নেই কো লাইন
কে যাবে আগে স্নান ঘরে,
এখন মোটে তিন চার জন-
সারা দিনে স্নান করে।

আজকে উধাও জ্যেঠুন কাকাই
উধাও কাম্মা জেম্মা-রা।
যায় না দেখা এক পরিবার
উঠোন জুড়ে চাল ঝাড়া।

হারিয়ে গেছে বিরাট কড়াই
রান্না বাড়ি আলাদা আজ।
ব্যস্ত সবাই যে যার মতো
বিপদ কালে মাথায় বাজ।।

হারিয়ে গেছে নিত্যদিনের
জায়ে জায়ে ঝগড়া-টা।
ফ্যান গালাবে আজ কে বলো
আজ রবিবার হোক পাঁঠা।

হারিয়ে গেছে গল্প গাছা
হারিকেন আর লম্ফ-রা।
হয়না তেমন লোডশেডিং আর
ভূতের গল্প মন জোড়া।

দুইটি শালিক আর আসে না
চড়ুই মেলা বেজায় ভার।
বলতে পারো এমন কেন
কেনই বা এই অস্থি সার।

হারিয়ে গেছে শনি রবির
হাতুড়ি মার্কা ফিনাইল এক্স।
খুঁজতে হবে পাড়া গ্রামের
লম্বা মেঝেতে পাত পারা।

কি মজা সেই মামা মাসি
কদিন এসে থাকতো বেশ।
হয়না থাকা, হয়না যাওয়া
কমছে মনের সেই আবেশ।

কে দেবে আজ ফিরে আমায়
ট্রামের ভাড়া মাত্র বিশ।
হয়না এখন সুরেলা গানের
সঙ্গে তাল আর দেদার শিস।

মন খুলে আজ হয়না কথা
রক ভরে না আড্ডা তে।
রাস্তা ঘাটে হয়না খেলা
বল পরে না মাঠ টাতে।

আজকে সবাই ব্রিটিশ বেশে
কাঁটা চামচে হাত পাকায়।
চোটকে খাওয়া ভাতের মজা
সে সব জেনো গল্প নয়।

আজকে হঠাৎ উধাও টা টা
কোত্থুকে এলো বাই বাই।
দিম্মা আর ঠাম্মা-দেরও
গল্প বলার বালাই নাই।

ডাল ভাতে তে বিয়ে বাড়ি
গামছা কাঁধে মিষ্টির হাঁড়ি।
সে সবই আজ কল্পনা
সত্যি বলছি, গল্প না।।

একান্নবর্তী নামটা শোনা
ভাই বোনে নেই খুনসুঁটি
ভর দুপুরে আচার খাওয়ার
নেই কো গণশা নেই পুঁটি।

সেই পরিবার আজকে রোগা
জেদের বশে কমছে মেদ।
এমন ধারা চলতে দিলে
হার মানবে অশ্বমেধ।

Exit mobile version