Site icon আলাপী মন

কবিতা- ভাবনাতে ঝড়

ভাবনাতে ঝড়
– মঙ্গল মন্ডল

 

 

অজস্র বাদ্যে কানে
শব্দ ধ্বনির হুংকার ভরতে চাই,
যদি কষ্টগুলো তীব্র বেগে আসে
তাকে বলে দিও একবার
এখানে কষ্টের তীরধনুকে
বুক পেতে ঘুমানো রীতি হয়েছে আজকাল,
ওই আবার শব্দতীরের হুংকার বাজে
কানে বাজা সহস্র বাদ্যগুলোর
চিৎকারে তা কন্ঠে আনছে
আর গলা উঁচিয়ে বিষ পান করছে মুঠো মুঠো,
দরিয়া কিনারে নৌকা নিয়ে
দাঁড়িয়ে আগুনের তাপদাহ ,
ক্ষণে ক্ষণে সমুদ্র মরু হচ্ছে
আবার জলে ভরছে,
এ পৃথিবী দিয়েছে সব তবে
আজ নেব যত অশ্রুভরা নোনা জল
আর এক বাক্স অন্ধকার রঙ,
আগে হৃদয়কে আঁধারে লুকাবো
তারপর বজ্রপাতের আলোতে খুঁজব নিজেকে
দেখি যদি নোনা জলের পাত্র হয় অমৃত সুধা..

Exit mobile version