Site icon আলাপী মন

কবিতা- অনুপমা প্রচ্ছদে

অনুপমা প্রচ্ছদে
– অমিতাভ সরকার

 

 

ঝরবে বলে এসেছে, ঝরুক যত খুশি,
তুলা মেঘে বাঁধ দিয়েছে কালো মেঘের রাশি।

সিক্ত মাটি ও সিক্ত গাছ, সিক্ত বাড়ির ছাদ,
বৃষ্টি মেখে হয়েছো সিক্ত, হবে কি গ্রন্থের প্রচ্ছদ?
মেঘ বরন সিক্ত কুন্তল, সিক্ত মুখমন্ডল,
বসন সিক্ত, সিক্ত শঙ্খ কায়ায় উরজ যুগল।

সিক্ত শব্দের গাঁথা মালা, মুক্ত মনের ব্যথা,
ভেলায় ভেসে চলেছে কত মনের কথা।
মেঘ কেটেছে শারদ কিরণ পৃথ্বী কেমন হাসছে,
আর সিক্ত অবয়ব প্রচ্ছদে, কাব্যগ্রন্থে ভাসছে।
অনুপমা তুমি আবার এলে নীল সাদা আকাশে,
বলাকারা কেমন ভাসছে শারদ মাখা বাতাসে।

Exit mobile version