কবিতা- যুবসমাজ ঘুরে দাঁড়াও

যুবসমাজ ঘুরে দাঁড়াও
-অমরেশ

 

 

শিল্প চাই, চাকরি চাই, স্বচ্ছভাবে নিয়োগ চাই
রেশন চাই না, ভিক্ষা চাই না, সুনিশ্চিত জীবন চাই।
বেকারত্ব দারিদ্রতা বাড়ছে দিনে দিনে
মনুষ্যত্বও নিচ্ছ কিনে টাকার বিনিময়ে,
মেরুদন্ড ভেঙে দিচ্ছ, কেড়ে নিচ্ছ শিক্ষা
যাতে যুগের পর যুগ আমরা করি ভিক্ষা।

নষ্ট হয়েছে যুবসমাজ, নষ্ট হয়েছে ভবিষ্যৎ
প্রতিশ্রুতির বুলি শুনে ছাড়ে দীর্ঘনিঃশ্বাস
যুবসমাজ হয়েছে রাজনীতির শিকার
হারিয়েছে বাকস্বাধীনতার অধিকার।

মেথরের ছেলে যদি শিক্ষার আলো পায়
কুমারের ছেলে যদি সারথি হয়
সে ও বলবে কথা, ধরবে হাল
সরকার ভয় পায় …সরকার ভয় পায়।

যুবসমাজের হয়েছে নতুন পরিচয়
সে যে শিক্ষিত বেকার, সে যে শিক্ষিত বেকার
অভাবের সংসারে, বৃদ্ধ বাবা মা আজও ছোটে
দূরে দাঁড়িয়ে গোপনে কাঁদে শিক্ষিত বেকার।

আজ করছি মোরা শপথ
আমরা উন্নয়নেরই রথ,
আমরা সারথি হয়ে চালাই সমাজ
আমরা যুবসমাজ।
আজকে মোরা গুঁড়িয়ে দেবো প্রতিশ্রুতির বুলি
আমাদের শরীরে বইছে রক্ত অতীতের বিপ্লবীর।

আমরা শিক্ষিত যুবসমাজ, আমরা কর্মহীন যুবসমাজ
জেনে রেখো মনে, যখন হয়েছে সময়, পড়েছে ডাক
শুধু প্রাণ দিয়ে লড়ে গেছে এই যুবসমাজ, যুবসমাজ।

যুবসমাজ ঘুরে দাঁড়াও, যুবসমাজ ঘুরে দাঁড়াও,
যুবসমাজ ঘুরে দাঁড়াও, যুবসমাজ ঘুরে দাঁড়াও।

Loading

Leave A Comment