ক্ষত
-শিলাবৃষ্টি
জগদদ্ল পাথর দেখেছ কেউ!
দেখেছ রাতের অন্ধকার?
দেখেছ কি কোনো নির্জনতায় ঘেরা দ্বীপ?
দেখেছ ধূ ধূ জনহীন মরুভূমি?
দেখেছ কি প্রলয়ের সেই আতঙ্ক!
আমি কিন্তু দেখেছি এর সব কটাই।
অনুভব করেছি তিলে তিলে যন্ত্রণা।
প্রতিনিয়ত শুনেছি মৃত্যুর হাতছানি।
কাছের মানুষদের অবহেলায় অপমানে
হয়েছি ছিন্নভিন্ন।
ভালোবাসার মানুষগুলোকে স্বার্থপরের মতো চলে যেতে দেখেছি।
আজ তাই জীবনের কোনো মানে খুঁজে পাই না।
পাইনা বাঁচার রসদ।
দারুণ