পরিপূর্ণতা
– শম্পা সাহা
কখনো কখনো জানালার শারসি্ বেয়ে গড়াতে থাকা গলন্ত মোমের মতন
মেঠো রোদ্দুরের ঝলকানিতে পিছলে পড়া
ঠিকরে ওঠা যে সৌন্দর্য
সে তুমি নও
চোখে জ্বালা ধরানো মুঠো ফোনের মায়াবী নীলচে আলো
সেও তুমি নও
হেলেন-ও নও তুমি বা দ্রৌপদী
যার জন্য বার বার বেজে ওঠে বিউগল, সিঙা
তুমি নও বড় ফুটন্ত পলাশ রাঙা আদুরে বসন্ত কুমারী
নও কোনো সবিশেষ কিছু
জ্বাজ্বল্যমান হীরক দ্যূতি
তুমি আমার রতনের মা
যার কপালের ঘামে লেপটে থাকা দু একটা কুচো চুল
আর সাংসারিক পরিশ্রমে নাকের ডগায় জমা
দু একটা হীরক চূর্ণে
আমি পরিপূর্ণতা খুঁজে পাই।
দারুণ