মুখোশের আড়ালে
– সোমা কর্মকার দে
সভ্য জগতের বাইরেও, যে এক অন্য জগতের বাস।
অন্ধকারে নিওন আলোর রোশনাইয়ে ওঠে নাভিশ্বাস।
পুরছে কতশত প্রাণ, পৈশাচিক লালসা পূরণের তরে।
বাঁচার তাগিদে সব সয়েও, যে বলি হচ্ছে প্রতিমুহূর্তে।
স্বল্প মুল্যে মুছে ফেলে, রক্তাক্ত হৃদয়ের গভীর ক্ষত!
অকালেই তাই হারিয়ে যায়, নিষ্পাপ প্রাণ কত শত।
কেউবা হারায় নেশায়, তো কেউবা হারায় পেশায়!!
কিবা তার খোঁজ রাখে? এই সভ্য সমাজের মানুষ?
ওদের দ্বারের মাটি ছাড়া, হয়না যে আমাদের পূজা!
অথচ কি আশ্চর্য!! ওদেরই এই সমাজে ঠাঁই হয়না।
লালসা পূরণের তরে, ওদেরকেই যারা অশুচি করে!
তারাই গর্ব করে, ওদেরকে বেশ্যা বলে ভূষিত করে।
মুখোশধারী ভন্ডরা সব বুঝেও না বোঝার ভান করে।
পুরুষ ছাড়া একা একা বেশ্যা হয় কোন মেয়েটা শুনি?