Site icon আলাপী মন

কবিতা- অনুপমার কাছে

অনুপমার কাছে
-অমিতাভ সরকার

 

 

বিন্দুমাত্র কষ্ট ছিল কি সেদিন?
অজান্তে বারবার নিজেকে প্রশ্ন করে উত্তর মিলছে।
না কোন কষ্ট ছিল না, ছিল এক রাশ অভিমান।
অভিমান থেকে ঝরে পড়েছিল দীর্ঘশ্বাস, বিন্দু বিন্দু নোনতা বৃষ্টি।
অভিশাপ ছিল না ,ছিল অন্তরের অসীম ভালোবাসা।
শুধু বারবার হৃদয় থেকে বেরিয়ে এসেছিল তুমি ভালো থেকো ,সুখে থেকো।
অভিমান মিশ্রিত অশ্রুগুলো ফুল হয়ে তোমার কাছে পৌছে গেছিল এই বার্তা নিয়ে।
তুমি কতটুকু বুঝেছিলে জানিনা।
জীবন সায়াহ্নে এসে সেই স্মৃতি কেন এখন দুঃখ দিচ্ছে বুঝে উঠতে পারিনা।
সেদিনের অভিমান আজ কেন দুঃখের প্রতিচ্ছবি।
অনুপমা তুমি কি উত্তর দেবে?
বকুলের গন্ধ তুমি কি এখনো পাও?

Exit mobile version