কবিতা- এমন একটা প্রেমিকা হোক

এমন একটা প্রেমিকা হোক
-উজ্জ্বল সামন্ত

 

 

এমন একটা প্রেমিকা হোক যে আধুনিকা হয়েও সাবেকি ভাবে নিজস্বতা থাকবে
যে টপ চুরিদার জিনসের ফ্যাশন কে এড়িয়ে শাড়ির আঁচলে বেঁধে রাখবে
এমন একটা প্রেমিকা হোক যে কৃত্তিমতা হারিয়ে সচ্ছল প্রাণবন্ত হাসিতে মুখ ঢাকবে
মুখে চড়া মেকাপের পর্দা সরিয়ে ছোট্ট টিপ হালকা লিপস্টিকেই মন ভোলাবে

এমন একটা প্রেমিকা হোক যে আবদারে নতুনত্ব সৌখিনতা রাখবে
দামী গিফট দামী গহনার বদলে ফুচকা নুডুলস কিংবা আইসক্রিমে খুশি থাকবে
শপিংমলে মাল্টিপ্লেক্সের থেকেও যার পছন্দ হবে ময়দানের ঘাসের উপর হাত ধরে পথ চলতে
এমন একটা প্রেমিকা হোক যে ব্যস্ততার অজুহাত না দেখিয়ে অকপটে মন খুলে গল্প করবে

এমন একটা প্রেমিকা হোক যে স্বপ্ন দেখাবে , নিজেও স্বপ্নপূরণের সাক্ষী হবে
এমন একটা প্রেমিকা হোক যে অল্পতেই সন্তুষ্ট হবে চাওয়া-পাওয়ার গন্ডি মুছে
এমন একটা প্রেমিকা হোক যার খাঁটি মনের গভীরে ইচ্ছে হবে ডুব দিতে
এমন একটা প্রেমিকা হোক যার কাছে
অর্থ প্রাচুর্য সামাজিক স্ট্যাটাস গৌণ হয়ে ভালোবাসাই মুখ্য হবে….

Loading

Leave A Comment