Site icon আলাপী মন

কবিতা- আশা

আশা
-শম্পা সাহা

 

 

দু একফোঁটা মণিমুক্তা যখন তিল তিল করে
হৃদয় নিংড়ানোর সাক্ষী
তাই লক্ষ্মী হবার ঝোঁক ছিলোনা কোনোদিনই
স্বপ্নেরা অন্যের ভরসায় ডোবে শুধু ডুবে মরে
ঝড়ে ভাঙে ঘর
গণতন্ত্র ভর বিপ্লব
বিদ্রোহী নারী নাম্নী
বিভীষিকাময় জ্বলন্ত রিপুময় অন্ধকার ঘরে
যাবেনা কোনোভাবে আটকানো আমাকে
জাগে প্রতি রাতে স্বপ্নেরা,
সিঁধ কাটে সমাজের কাঠামোয় ঘুণ ধরে
বিজয়ী মুকুট নির্দিষ্ট আমারি জন্য শুধু
মধু পেতে গেলে
বিষও সঙ্গী তার-ই, সব অন্ধকারই নিশ্চিত আলোয় ভরে।

Exit mobile version