কবিতা

কবিতা- আমার ঠিকানা কেয়ার/অফ….

আমার ঠিকানা কেয়ার/অফ….

-জিৎ সাহ

 

 

আমার স্বর্গ আমি নিয়েছি খুঁজে,
আমার স্বর্গ আমি নিয়েছি খুঁজে–

আমার তপোবন বিস্তীর্ণ এই বুকে! যেথায়,
অপার শান্তিতে মাথা রেখে ঘুমিয়ে থাকার একশোভাগ নিশ্চয়তা,
তোর জন্য রেখে দেবো দুঃখ সুখে।
হাজার অনিশ্চয়তার মাঝে ও
সূর্য ওঠার সাতসকালে
পড়ন্ত বিকেলে অস্তাচলের গোধূলি সাঁঝেও…
আমার স্বর্গ আমার নরক—আমি নিয়েছি খুঁজে
সম্ভবত কিশলয় সবুজে।
ঝরাপাতা বিবর্ণ হলুদেও
একলা মন মেঘলা আকাশে,
গ্রীষ্মের তপ্ত দুপুরের নির্জন ফুটপাথ ধরে তোর একলা হেঁটে যাওয়া ছায়া রোদেও।
অথবা বৃদ্ধাশ্রমের অফুরান অবকাশে!
সকালের চায়ের টেবিলে ধোঁয়া ওড়াতে ওড়াতে একসময় ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপে।
লিখতে লিখতে
ছন্দে ছন্দে মিলাতে মিলাতে
একসময় ফুরিয়ে যাওয়া কলমের খাপে
আমি খুঁজে নিয়েছি একটুকরো জমি স্বর্গ হোক অথবা নরক।
আমি খুঁজে নিয়েছি আমার স্বর্গদ্বার ,
ধূলো জমতে থাকা ছেঁড়া ডায়েরীর পাতায় পাতায়
কবিতা আর কাব্যিকতার মিশেলে
কাব্যরসসম অমৃতসুধায়।
আমি খুঁজে নিয়েছি স্বর্গ আমার ব্যস্ত কামার,
উত্তপ্ত লোহায় যেভাবে আঘাত হানে
জারিত হতে পারি দি হাজার লাঞ্ছনা অপমানে।
অভাগীর স্বর্গ দেখা ধোঁয়ায়, অথবা…
নিভে যাওয়া জ্বলন্ত চিতায়
পোড়াকাঠ আর ভাঙা কলসীর বিজারিত নিঃস্তব্ধতায়।
হায় !!

Loading

Leave A Comment

You cannot copy content of this page