সংজ্ঞাহীন ভালোবাসা
– সীমা চক্রবর্তী
আকাশে আজও তেমন কনে দেখা আলো…
সেদিনের মতো শেষ বিকেলে…
সেই এক টুকরো সাদা কালো মেঘ
আর অভিমানী আমি, তোমার চিবুক ছুঁয়ে…
অন্ধকার নেমে আসাটা শুধু সময়ের অপেক্ষা…,
নিকোটিনের গন্ধ মাখা চুম্বন
তখনও ঝুলে তোমার ঠোঁটের ফাঁকে
অথচ তোমার শরীরি ভঙ্গিতে কী নিদারুণ নিস্তব্ধতা!
প্রত্যাশার সমাধিতে একাই ভিজে ছিলাম,
তোমার উদাসীনতায়…
চোখে চোখ রেখে আর শুনতে পাইনি সামুদ্রিক গর্জন!
আকাশে কালো মেঘের দাপাদাপি
ভাঙছিল শাদা মেঘের গুমোর…
শেষ মুহূর্তরা বুঝি এভাবেই আসে
এভাবেই অপেক্ষায় থাকে সংঞ্জাহীন ভালোবাসা…
আর আমার মূল্যবান অনুভূতিরা।