Site icon আলাপী মন

কবিতা- ছুটি

ছুটি
– সঞ্জয় বন্দ্যোপাধ্যায়

 

 

হঠাৎ এসেছে নতুন কাজের ডাক,
মনের ভাবনা যত, আজ থাক পিছে থাক।
যেতে হবে আজ সৃষ্টির সন্ধানে, নবীন প্রাণের টানে,
অজ্ঞাত কোনো খানে।
তাই আজ বুঝি এসেছে সময় খানি,
চেয়ে নেবো ছুটি, আপনার ঋণ মানি।
একদিন যবে এলাম তোমার দ্বারে,
সামান্য অর্ঘ্য লইয়া তোমার তরে,
তখন তোমার গৃহ ছিল জানি ভরে,
মণিমুক্তার সম্পদে থরে থরে।
তবুও তোমার করুণায় মাখা প্রাণে,
নিয়েছিলে তুলি আমার অর্ঘ্য দানে।
দিয়েছিলে স্থান নিজের গৃহের মাঝে,
সাজায়ে আমার নিবেদন নব সাজে।
তবু আজ বুঝি যেতে হবে এইবেলা,
পিছে ফেলে রেখে মিলনের এই মেলা।
সাঙ্গ করিতে হবে যে নতুন ভার,
সযতনে সুরে বেঁধে দিতে হবে তার।
তারপর সেই নতুন কাজের শেষে,
মিলে যাবে পথ তোমার দ্বারেতে এসে।
তবু জেনো সেই প্রতিদিন প্রতিক্ষণ,
মনে রবে তুমি মনের আলাপী মন।

Exit mobile version