কবিতা- তুই

তুই
-সঞ্চিতা রায় 

 

 

তোর পাঠানো বার্তাগুলো
এখন আমার মনে তুফান আনে।
এখনো তোর লেখার একনিষ্ঠ পাঠিকা আমি।
হারিয়ে যাই তোর কলমের যাদুতে।
আমার মনের ঘরে এখনো তুই
সেই ছোট্ট তুই হয়েই রয়ে গেলি।
কল্পরাজ্যে তাই এখনো তোর সাথে
খেলি, গল্প করি, আবার পড়াও শুনি।
স্কুলের সারা মাঠ ছুটে বেড়াই তোকে তাড়া করে।
ফিরতে চায় না মন বড় বেলায়!
আজও ওই ছোট্ট তুইটাকেই ভালবাসি।
আমার কৈশরের সেই প্রথম ভালবাসা
আজও সবুজ হয়ে আছে মনের বাগে।
এই তুই-টাকে নিয়েই আমি কাটাতে পারি
জীবনের বাকি চলার পথটুকু।
কল্পনা জগতের এই তুইটুকু
থাকুক না হয় আমার শুধু আমারই হয়ে।

Loading

One thought on “কবিতা- তুই

Leave A Comment