কবিতা

কবিতা- আগমনী

আগমনী
– উজ্জ্বল সামন্ত

 

 

আগমনীর আকাশে ডানা মেলে গাঙচিল
নীল আকাশে শরৎ মেঘেরা খোঁজে মনজিল,
কাশফুলের দোলায় চড়ে খাল বিল মতিঝিল
শারদীয়ার উৎসবে আনন্দ মুহূর্তে স্বপ্ননীল।

ভোরের ঘাসে শিশির বিন্দুর মুক্তির মিছিল
শিউলির প্রাণ ভূমির ছোঁয়ায় যখন সলিল,
চরণস্পর্শ ঠাঁইয়ের আশায় পঙ্কজও সামিল
কাদামাটি অবয়ব শিল্পীর সৃষ্টি রাখে নজির।

মরশুমি শরতে সেজে অপরূপা পৃথিবী
রূপে রসে গন্ধে মৌসুমী যৌবনা প্রকৃতি,
আসুরিক শক্তির বিরুদ্ধ পরীক্ষাতে নিয়তি
আশায় মর্ত্যবাসী প্রার্থনায় আগমনীর স্তুতি।

Loading

Leave A Comment

You cannot copy content of this page