Site icon আলাপী মন

কবিতা- জাগো

জাগো
– মঙ্গল মন্ডল

 

 

পথের ধারে বিধাতা পড়ে আছে,
হেঁটে যাওয়া পথিক হাঁটছে ঘুমিয়ে,
কপালে পরিশ্রমের ঘাম আর আসে না তার,
আসে দুশ্চিন্তার ভাঁজ,
যখন তখন তাই ঘুমিয়ে পড়ে ,
ওই দেখো পথের ধারে
ধূলিমাখা বিধাতা আছে পড়ে;
তুলবে কে?
আমি যাই দৌড়ে,
একা তোলা যায় না তারে,
পথিক দিলে হাত তবেই হবে সম্ভব,
ও ঘুমন্ত পথিক….এসো একবার ,
তোমার দুর্বল হাতটুকুই দাও আমায়,
বিধাতা আছে লুটিয়ে;
ঘুম ভাঙো এবার নাহলে দেরি হয়ে যাবে,
বিধাতা হারালে কপাল যাবে হারিয়ে;
ধন্যবাদ হে পথিক
একবার সাহস করে চোখ খুলে পাশে যে দাঁড়ালে,
এবার হয়তো তুমিও জাগবে
আর পাবে না ঘুম তোমার
বিধাতা যে উঠেছে এবার,
পরিশ্রম হবে সার্থক
খুলবে জাগরণের দ্বার।

Exit mobile version