কবিতা- অনুভব

অনুভব
-সমীর হালদার

 

 

কে তুমি পিছন ডাকতে চাইছো?
তুমি তো আমার প্রথম প্রেম নীলাঞ্জনা নও
যেখানে আমার ভালোবাসা প্রথম প্রশয় খুঁজে পেয়েছিলো,
যার নির্বাক নীরবতার ব্যাখ্যা
আমি আজও খুঁজে পাইনি…

খুঁজে পাইনি এক সমুদ্র নিস্তব্ধতার ব্যাখ্যা। তবে কি তুমি পাহাড়ের গা বেয়ে মেঘের মতো নেমে আসা
অনন্যসুলভ অন্য কোনো নীলাঞ্জনা?
তবে আমাকে ক্ষমা করো।
নিয়ন্ত্রিত জীবনের যাঁতাকলে
নিজেকে উল্লেখযোগ্যভাবে বদলে নিয়েছি,
আমাকে স্বার্থপর ভাবতেই পারো
স্বপ্ন-রঙিন কল্পনার সমুদ্রে ডুবতে চাইনা আর
নিগূঢ় ভালোবাসার ঘেরাটোপে নিজেকে বন্দি রাখতে চাইনা,
চাই না দুরূহ সম্পর্কের মায়াজালে নিজেকে জড়াতে,
নীলাঞ্জনা তুমি বরং অন্য রাতে স্বপ্ন হয়ে এসো।
সেখানে তোমার প্রশস্ত নগ্ন বুকে মাথা রেখে
সময় পেলে খুঁজে নেবো আমার মুক্তির পথ,
আমার নতুন পৃথিবী…
ক্ষনিকের জন্য খুঁজে নেবো আমার নিজের স্বর্গ।

Loading

Leave A Comment