Site icon আলাপী মন

কবিতা- এক হোক সব

এক হোক সব
-সঞ্জিত মণ্ডল 

 

 

লঙ্কায় যে যখন যাবে তারই ঘাড়ে রাবণ চাপে,
আপ্তবাক্য সবাই জানে প্রমাণটা তাই মনের কোনে।
শিক্ষা যদি ছেলেখেলাই খড় কাস্তে কোদাল হবে
চলা বলা জলে ফেলা হাড়ির হাল তা মানতে হবে।
ছেলেখেলা সবাই করে মস্তানিটা জানলে পরে,
গোবর গণেশ নকল নবিশ আস্ত একটা বইও করে!
উৎসন্নে জাত ও সমাজ শিক্ষা সদন উড়িয়ে দিলে,
অশিক্ষিত রাজনেতা কি দেশ চালাবে গ্যাঁড়ার কলে!
যা শিখেছ সব ভুলে যাও নতুন করে শিখতে হবে,
হাড়েহাড়ে বুঝবে সবাই শিক্ষা এবার কাকে বলে।
গোছাগোছা নোবেল প্রাইজ আসবে দেখো ঘরে ঘরে,
শিক্ষার মান দারুণ নিদান ফিরবে সবাই আদিম স্তরে।
কেউ ইস্কুল ছুট হলে পাবে মানপত্তর সেই বছরে,
যার যতখানি বিদ্যে ধরে হিসেব করে সে গড় ধরে।
নেতারা সব লুকায় যেমন তাদের পাশের প্রমাণ জ্বরে,
টিটকারি আর কেউ দেবেনা নতুন শিক্ষা পেলে পরে।
যার যে রকম বিদ্যেবুদ্ধি সে সেরকম আইন করে,
বাস্তবিকই শিক্ষা এমন হাড়ির হালটা বেরিয়ে পড়ে।
বেশ তো না হয় মেনেই নিলাম একই দেশে শিক্ষাও এক,
পারবে তো সব গড়তে মানুষ মায়ের পেটের সবাই কি এক।
একজাতি আর একপ্রাণ হোক একই মায়ের সন্তান সব,
বৈচিত্রের মাঝে সবাই এক হয়ে যাক একই স্বভাব।
একটি দেশে  একই আইন সবার জন্যে সবই সমান,
এতো দিন তা হয়নি কেন ভাবতে বসি ভুলের নিদান।

Exit mobile version