কবিতা

কবিতা- আমিই সেই দশভুজা

আমিই সেই দশভুজা
-শিলাবৃষ্টি

 

 

নারী হয়ে জন্ম আমার,
কিন্তু ধরি শক্তি অপার…
সেটাই আমার অহংকার,
ঘোচাতে চাই অন্ধকার।

মাতৃ স্নেহ আমার বুকে,
ভগ্নি আদর আমার মুখে,
প্রেমের ধারায় সিক্ত হিয়া,
প্রেমিক হৃদে জ্বালাই দিয়া।
পরকে আপন আমিই করি,
মিষ্টি কথায় হৃদয় হরি।

ঢাল তলোয়ার ঝাঁসির রাণী
স্বাধীনতায় মাতঙ্গিনী —
আমিই আবার বীণাপাণি,
ব্রতকথায় লক্ষ্মী মানি।
আলতা সিঁদুর বরণডালা…
স্বয়ম্বরে পরাই মালা।

ঘোমটা মাথে আলের ধারে …
কলসী কাঁখে নদীর চরে ,
কোমল হাতে রাঁধি বাড়ি …
উল বুনছি কাঁড়ি কাঁড়ি ।
দশটা পাঁচটা অফিস করি
কত কথাই শুনে মরি ।

নারী আমি শক্তিধারী –
শারদীয়ায় ত্রিশূল ধরি।
মা বোনেদের অত্যাচারে-
এগোই আমি অন্ধকারে।
কালি হয়ে খড়্গ ধরি,
অসুর নিধন আমিই করি।

আমি নারী, জিন্স-কুর্তা-
সর্ব দিকেই স্বতঃস্ফুর্তা।
টেনিস খেলি, ক্রিকেট খেলি,
মুখের উপর ধরি চেলি।
কখনো বা বোরখা পরি–
ভাঙবো তোদের জারিজুরি।

অত্যাচারী অত্যাচারের…
চাই প্রতিবাদ বন্ধ দ্বারের।
ঘুচিয়ে দেব অন্ধকার …
সেটাই আমার অহংকার।

Loading

Leave A Comment

You cannot copy content of this page