Site icon আলাপী মন

কবিতা- ইচ্ছামৃত্যু

ইচ্ছামৃত্যু
– অলোক শীল

 

 

বিনীদ্র রাত্রি যাপন, পর নাকি সবাই আপনজন;
গ্লানিতে অবহেলায় অপমানে টইটুম্বুর,
রোমকূপ আমার হতাশাগ্রস্ত
ধার দেনায় তর্কে কয়েক প্রস্থ..

জানো কি অবসাদে অক্ষর গোনা?
আরো কয়েক হাজার মাইল পথচলা
তারপর একটু বিশ্রাম
আবার একই পথ ধরে হাঁটা..

অবসরে আতকে ওঠা
যেমন আজকের ভুমিষ্ঠ শিশু
একটু ভালোবাসা মায়ের ছোঁয়া
তোমাদের মতো আমিও নিজেকে সাজিয়েছি

একফালি চাঁদ, মেঘের গল্প
আঁকাবাঁকা পথে খোঁজে রোজ মৃত্যু-ইচ্ছামৃত্যু_

Exit mobile version