কবিতা- দোষ

দোষ
– শম্পা সাহা

 

 

এলোমেলো আলগোছে ধরে রাখি তোকে
মাঝে মাঝে এঁকে রাখি স্বপ্নিল চোখে
প্রজাপতি পাখনায় রং কারিগরি
না জানি কখন ধরে সব জারিজুরি
ফিনফিনে ফিরফিরে পাখনায় ওড়া
বাগানী গন্ধে দেখি শুধু ঘোরাফেরা
তুই বড় আনমনা বড় বেখেয়াল
বেহাগী সুরের সাথে পাখোয়াজ তাল
একটা কামিনী গোছা শিউলির মুঠো
কানের মুক্তোঝুরি গোলাপ ও দুটো
ধরে দেখি ও ঠোঁটের পাপড়ি খানায়
আমাকে শুধুই দেখি মাতাল বানায়
তবু কেন দোষ দিস শুধু ই আমায়
শোন কোনো দোষ নেই ভালোবাসায়।

Loading

Leave A Comment