Site icon আলাপী মন

কবিতা- আমার “মা” দূর্গা ঘরে ঘরে

আমার “মা” দূর্গা ঘরে ঘরে
– পায়েল সাহু

 

দূর্গা কি সত্যি মানুষ নয়?
শুধুই বুঝি দেবীর রূপ!
জন্ম দিলো যে জঠর ছিঁড়ে
দশটি মাসের গর্ভ খুঁড়ে,
নাড়ি ছেঁড়ার যন্ত্রনা ভুলে
আনন্দে ভাসে সন্তান কোলে।

দূর্গা কি সত্যি মানুষ নয়?
শুধুই বুঝি দেবীর রূপ!
সংসারের দায় দু’হাতে সামলে
বাকি আট হাতে সন্ততি আগলে
সু-শিক্ষায় মানুষ গড়ে,
বুক ভরা আনন্দে ফেরে।

দূর্গা কি সত্যি মানুষ নয়?
শুধুই বুঝি দেবীর রূপ!
দশভুজা হয়ে অস্ত্র নিয়ে
বিপদতারিনী অবতার হয়ে
অবতীর্ণ হয়ে সম্মুখ সমরে
দুর্গম পথ মসৃণতায় ঘেরে।

দূর্গা কি সত্যি মানুষ নয়?
শুধুই বুঝি দেবীর রূপ!
আমার দূর্গা ঘরে ঘরে
অপূজিতা তিনি নিজ দ্বারে,
নিঃস্বার্থে বাঁচে জীবন ভরে
সন্ততির কল্যাণ প্রার্থনা জুড়ে।

Exit mobile version