সমর্পণ
– তমালী বন্দ্যোপাধ্যায়
দু’দিনের অতিথি হয়ে আশ্রয় নিয়েছি
আকাশের নীচে।
আর শুধু জেনেছি সমর্পণ।
জীবনের কাছে সমর্পণ।
সময়ের কাছে সমর্পণ।
নিয়তির কাছে সমর্পণ।
সবকিছু হাতে নেই।
তাই মাথা নীচু করে সমর্পণ
করে যাই চিরকাল।
ক্লান্ত মন পথ খোঁজে অন্ধকার থেকে আলোয়।
পায়ের বালুরাশি ধুয়ে দেয় সময়ের জল।
আকাশের নক্ষত্ররাজি ঘুম আনে চোখে।।