কবিতা- খিদে

খিদে

-মঙ্গল মন্ডল

 

 

শিশু টা আর বলে না ,- “খিদে পেয়েছে”,
তার বোবা পেটে আর অনুভূতি আসেনা,
রাস্তার চারিধারে কত সুন্দর প্রকৃতি
তার চোখে ধরা দেয় না।
দেয় না ধরা পথের ধারে ফোঁটা ফুলের সুগন্ধি ,
তার ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়েছে
বিকল হয়েছে ইচ্ছা, ভাবনা আর প্রাপ্তির আশা,
তাকে আর ও পথে হেঁটে চলতে দেখা যায় না,
মনে হয় শিশুটার খোঁজ আর কেউ রাখে না;
পাঁজর রয়েছে তবে হৃৎপিণ্ডটা
থমকে থমকে চলছে অগোছালো স্পন্দনে,
সেদিনও কেউ বোঝেনি , আজ তাকে কে বা বুঝবে?

আমার কানে বেজেছে তার মৃদু কন্ঠস্বর
দৌড়ে গিয়েছিলাম শুনে
চারিদিক ‌চোখ পেতে খুঁজেছিলাম তাকে,
দেখি, সে এক নিবিড় ঘুমে আচ্ছন্ন
চোখে শুকানো অশ্রুধারায়
এক লুপ্ত অশ্বখুরাকৃতি নদী দেখা যায়,
মনে হয় স্থায়ী রোদনে সব অঙ্গ শান্ত হয়েছে,
সে শিশুটা আর বলে না ,- “মা, খিদে পেয়েছে…”।

সবার চোখে স্বার্থের নেশা , সময় বড় অভাব,
যতই তারা অতিরিক্ত খাবার নষ্ট করুক ,
করুক ব্যয় অতিরিক্ত টাকা অপচয়ে ,
মানসিকতায় শিশুটি স্থান পায় না ওদের।
ওদের চোখে সময় নেই ফিরে তাকানোর
শিশুর যতই কান্নায় ফাটুক শিরা,
ওরা অট্টালিকা জানে
ওরা বড়লোকের আশির্বাদ নিতে চায় ;

শ্বাস নেই তার ,
নিরব পৃথিবী আজ জড়তা আনল দরজায়
আমি দেখে অসহায় ,
আমিও তো পারিনি
তাই আমিও হয়েছি মানবিকতার ধিক্কার।

Loading

Leave A Comment