আমার একটা তুমি চাই
-সুমিতা পয়ড়্যা
দিন- রাত এক করে অনেক ভেবেই বলছি–
আমার একটা তুমি চাই।
মাথাটা কাঁধে রাখার জন্য
আমার একটা তুমি চাই।
বুকের মধ্যে মুখটা গুঁজে দিয়ে
নোনা জল ঝরবে তার জন্য
আমার একটা তুমি চাই।
অনেক দূর হাঁটার জন্য,
হাতে হাত রাখার জন্য,
এলো চুলে বিলি কাটা আলতো পরশের জন্য
আমার একটা তুমি চাই।
একটা বাহুতে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোর জন্য,
পাশের সিটে বসে গল্প করার জন্য,
একলা ঘরে জড়িয়ে ধরে বসে থাকার জন্য
একটা তুমি চাই;শুধু একটা তুমি।
কি করছ?ঘুমাচ্ছ?খেয়েছ?জিজ্ঞাসার জন্য,
অবসরে ঘুরতে যাওয়ার জন্য,
হাসিতে হাসিতে ভরিয়ে রাখার জন্য
একটা তুমি—-
সকালে আলতো ছোঁয়ায় ঘুম ভাঙানোর জন্য,
সারাদিনের কাজের ব্যস্ততায় থাকা আমি তুমি
সময় পেলেই একটু আদর, একটু খুনসুটির জন্য,
পূর্ণ হৃদয়ের ভালোবাসার জন্য
আমার একটি সারাক্ষণের তুমি চাই।
গল্প করার জন্য, মন ভালো করার জন্য,
স্বপ্নে আমার ভালোবাসাকে পাওয়ার জন্য,
উদ্দাম, উচ্ছ্বাসে বৃষ্টিতে ভেজার জন্য,
জ্যোৎস্নালোকে ছাদে গিয়ে পুণ্য স্নান করার জন্য
আমার সত্যিকারের একটা তুমি চাই।
অনন্তকালের অন্তরাত্মা শোনো,
বহু প্রতীক্ষার দীর্ঘ সময় শোন,
আকাশ-বাতাসের ছান্দিক সুর শোন;
শুনছ তোমরা; আমার ভালোবাসায়
আমি শুধু একটি তুমি চাই তুমি।
যে তুমিতে আমি একা থাকব একা,
যে তুমিতে বিশ্বাস, সত্য,মর্যাদায় ভরপুর থাকবে,
যে তুমিতে মুগ্ধতা থাকবে শুধু আমার জন্য;
এমন একটা তুমি চাই!এমন একটা তুমি।
আমার শুধু একটা তুমি চাই।