অণু কবিতা- হাস্যকর

হাস্যকর
– শম্পা সাহা

 

 

বছরের চারটে দিন নারী শক্তির জাগরণ
আবাহন আত্মশুদ্ধি মন্ত্রোচ্চারণ
পরিণতি বিসর্জন
নোংরা পূঁতিগন্ধময় ক্লেদাক্ত জলে
ধুয়ে যায় রং গলে যায় মাটি
খড়ের কাঠামো দাঁত বের করে হাসে
আঙ্গুল তোলে সেই সমাজের দিকে
যাদের সারা বছর ধর্ষণ নারী নির্যাতন
ভিড়ে অথবা ফাঁকা পেয়ে
শারীরিক বা মানসিক নিষ্পেষণ
তারপরে হাস্যকর এই
বার্ষিকী শারদীয়া মাতৃ পূজন!

Loading

Leave A Comment