Site icon আলাপী মন

কবিতা- প্রার্থনা

প্রার্থনা
– রাখী চক্রবর্তী

 

 

আকাশে সাদা মেঘ সারি সারি
কাশ শিউলির ছড়াছড়ি
কচিকাঁচাদের হুড়োহুড়ি
মা আসছে বাপের বাড়ি।

যুদ্ধ হিংসা মারামারি
আয়,খারাপ নেশা সব ছাড়ি
অনেক হল আড়ি আড়ি
এবার সব ভাব করি।

বাবা মা পরিবার সব ছাড়াছাড়ি
তবে কি লাভ থেকে বাড়ি গাড়ি
ভালবাসায় যে আনন্দ ভারি
ক’জনে আর বুঝতে পারি।

কন্যা ভ্রণ হত্যা করি
পুত্র সন্তান মানত করি
মন্দিরে মন্দিরে পুজো করি
ওঁম শান্তি ওঁম হরি।

আয় সব, মনে মঙ্গল ঘট স্থাপন করি
সব পূর্ণিমার চাঁদ হোক কোজাগরী
শুধু প্রতিমা নয় প্রতি মাকে ভক্তি ভরে পুজো করি
আজ থেকে,পুজিত হোক দেশের সকল নারী।

Exit mobile version