অবুঝ সত্য
-সীমা চক্রবর্তী
ভীষণ কল্ক ভারে মিথ্যেরা ভগ্ন হবে যেদিন
সত্যের পথ হয়ে যাবে আশাতীত মসৃণ।
নিস্পাপ ভালোবাসা আজও নিলাম হয়
পাড়ায় পাড়ায়,
অবুঝেরা সত্যি মিথ্যের দোটানায়
নির্দ্বিধায় মৃত্যুর পথ মারায়।
কথার বুদবুদ কল্পনার ভিতে বাস্তব সাজায়…
স্বপ্নের আবর্তে সোনালী সুখে,
রাশি রাশি নক্ষত্র জ্বলে ওঠে চোখে মুখে…
সব বুঝেও অবুঝ হয় মন,
জীবন বিস্বাদ হওয়ার সমস্ত উপকরণ —
জড়ো হয় একে একে মিথ্যের দ্বারে,
ফ্যাকাসে সত্যরা তাই পিছু হটে বারেবারে…।
বড় দেরি হয়ে যায় বুঝতে সত্যের মানে,
মিথ্যের দূষিত পাঁকের টানে
বিশ্বাস ততদিনে হয়ে যায় রাহাজানি…
সত্যেরা আজও হাত পেতে আছে,
কখনো পারে না হাসতে শেষ হাসি….
আগামীর পথটা বড্ড পিছল, সর্বনাশী,
তবু কেন যে বারেবারে…
সত্যের মোড়কে পঙ্কিল মিথ্যাকে বুকে টানি!