Site icon আলাপী মন

কবিতা- শরতের স্মৃতি

শরতের স্মৃতি
– শিলাবৃষ্টি

 

 

অঙ্গণে আজ মা দুর্গা
খুশির ছোঁয়া মনে,
শিশির ভেজা স্বপ্নগুলো
লুকায় মনের কোণে।
তোমার আশায় আকুল আঁখি
নীরব অশ্রু ঝরায়
চেয়ে চেয়ে পথের পানে
সে বুঝি আজ ঘুমায়!
মনে পড়ে,সেদিনের সেই
মিষ্টি বিকেল বেলা?
সোনাঝরা রোদের দুপুর
লুকোচুরির খেলা?
গানে গানে পথ চলা সেই………
দিন গুলো আজ কোথায়!
আজকে সবই স্বপ্ন শেযে
বাস্তবের এই পাতায়।
ঘাসের ওপর শিশির বিন্দু
গুনতে বসি আজও-
তুমি ছাড়াই দিনগুলো যায়
হয় না কোনো কাজও
শিউলিগুলো আজও ঝরে
যেমন দেখেছিলে…
দূর্বাঘাসে শিশির দেখে
সেদিন বলেছিলে-
“আমাদের এই ভালোবাসা
জন্ম জন্মান্তরে,
যেমন করে সব শরতে
শিউলিগুলো ঝরে।”
আজকে সবই স্বপ্ন যেন
শিশির ভেজা ভোরে…
কোথাও তোমায় পাইনা খুঁজে
তেমন আপন করে।

Exit mobile version