আর কতোদিন অপেক্ষার বাকী
– মানিক দাক্ষিত
পিলে বাড়া হাড় জিরজিরে কঙ্কালসার ছেলেগুলো
সংখ্যা হয়ে দুর্ভিক্ষের ক্ষিদে পেটে দাঁড়িয়ে।
কোটরে থাকা নিষ্প্রভ জুলজুলে চোখগুলো
খোঁজে বাসি রুটি চারদিকে হতাশা মাখিয়ে।
নর্দমার পাশে পড়ে থাকা বাসি পচা খাবার
অমৃত সমান। এখনই হয়ে যাবে সাবাড়।
খাবারের ভেতর জন্মানো ব্যাকটেরিয়ার দল
এখানে অপ্রাসঙ্গিক। পেটের ভেতর সেঁধিয়ে
পাচকরসে হাবুডুবু খেতে খেতে পাবে অক্কা।
ওদের জীবনে অমাবস্যার আঁধার কাটিয়ে
কতদিনে গনগনে সূর্যটা আসবে মধ্যগগনে!
নাকি যুগ যুগ ধরে খাবি খাবে। নাকি জ্বলবে
ঝুলে থাকা বাবুইয়ের বাসায় ওরা জোনাকী
হয়ে।দেখা যাক আর কতোদিন অপেক্ষার বাকী।