Site icon আলাপী মন

কবিতা- মনের বসন্ত রায়

মনের বসন্ত বায়
– অমিতাভ সরকার

 

 

অব্যক্ত অনেক কিছু রয়ে যায়।
সমুদ্রতটে লেখা ছিল অনেক কবিতা।
ঝিনুক কুড়ানো গল্প, হু হু বাতাসে আঁচল উড়ে গিয়ে বুক ঢাকা ছিল মেঘবরণ চুলে,

আদরের উষ্ণতার ছবি আঁকা ছিল। ফিসফিস শব্দের বাসরঘর কতবার তৈরি হয়েছে;–

-কি সুন্দর আবেশ মথিত সময়।

শান্তি নিকেতনের পলাশের সাজে স্বপ্নের খেলাঘর রচিত হয়েছিল।

আরো কত কি লেখা ছিল সমুদ্রতটে আঁকা কবিতায়।

সবকিছু ঢেউয়ে ঢেউয়ে ভেসে গেছে সমুদ্রে।
অনুপমা তুমি চলে গেছো অনেক দূরে।

তোমাকে নিয়ে আঁকা কবিতাগুলোর নির্যাস টুকুও তোমার কাছে অজানা থেকে গেল।

Exit mobile version