কবিতা

কবিতা- খোলা চিঠি

খোলা চিঠি
– পায়েল সাহু

 

 

তোমার শরীরের গন্ধ লেগে আছে আমার গায়
আদরে আবদারে ভালবাসার সেই সে দিনের অবেলায়
চরম সুখের আনন্দ ম্লান তোমার আবেগী পরশে
আকুল নয়নে নয়ন মিলেছিলো অভিনব সুখের আশ্বাসে
পূর্ণ আমি, সিক্ত আমি ভালবাসার ছোঁয়াচে জ্বরে
হার মেনেছি তোমার হৃদয়ের আকুল প্রেমের জোয়ারে
হৃদয় পদ্মের মালাখানি তোমার, আমার পরম পাওয়া
শুকনো মালাখানি সুগন্ধীত আজও পবিত্র ভালোবাসা ছোঁয়া
ঈশ্বরের অপূর্ব সৃষ্টি তুমি, পেয়েছি প্রাণের প’রে
জন্মান্তরেও পাই যেন তোমায় একান্ত আমারই করে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page