কবিতা

কবিতা- দূষণ মুক্ত হোক এই পৃথিবী

দূষণ মুক্ত হোক এই পৃথিবী

-জিৎ সাহ 

 

 

…. আরও একটা বর্ষা চাই !
যে বর্ষার জলে
ধৌত হবে ভরসাহীন সেই সব মুক্ত আবর্জনার দল সমূলে।
যাতে ধূয়ে মুছে সাফ হয়ে যায় ধূসর এই পৃথিবী
—সেই রকম একটি বরষা চাই।
সে যদি হয় মেঘ ভাঙ্গা হড়কা বান
অথবা
আমফানের মত ভয়ঙ্কর কোন ঘূর্ণাবর্ত !
তার বিভৎসতায় আবার ফিরে পাবে হারানো মান সম্মান।
সুন্দর করে সাজবে আবারও এই মর্ত্য।।
আবর্জনা মুক্ত পৃথিবী গড়তে হলে
সুযোগ নয়,
প্রতিবাদ চাই।।

Loading

2 Comments

  • Jit Sah

    অশেষ কৃতজ্ঞতা জানাই আলাপি মনের সাহিত্য প্রেমি সকল সুধীজনদের । ভালো থেকো আলাপি মন।।

Leave A Comment

You cannot copy content of this page