অসুরদলনী
– সৃজিতা ধর
সেই আদি যুগের আদ্যাশক্তি
তখন থেকেই তোমার প্রকাশ
মা গো তুমি অভয়দাত্রী
করেছ সব অশুভ বিনাশ
আশ্বিন মাসে ঢাকের কাঠি
আগমনীর সুর বাজে
কাশফুলেরা দিচ্ছে উঁকি
দুলিয়ে মাথা তোমার খোঁজে
তুলোর মত মেঘের মাঝে
দেখি তোমার শুভ্র হাসি
শিশির ভেজা ভোরের আলোয়
মন তোমাতেই বানভাসি
এসেছিলে শেষ ত্রেতাযুগে
তখন তুমি যোগোমায়া
এই কলি-তেও এসো আবার
ধরে তুমি মানব কায়া
এই যুগের অশুভ শক্তি
এবং আছে অসুর যত
তোমার পরশে শুদ্ধ হোক
তোমার সামনে হোক নত
তুমিই দুর্গা তুমিই কালী
তুমিই আবার লক্ষ্মীরূপীনি
অন্নপূর্ণা হলেও তুমি
প্রয়োজনে হও অসুরদলনী।