Site icon আলাপী মন

কবিতা- অস্তিত্ব

অস্তিত্ব
– অতীশ দীপঙ্কর

 

 

কে বিষ্ণুলোকের মালিক?
দীপ জ্বলা হৃদয় আমার!
দুঃখের আগুন জ্বলছে
পরাণ ঢালা রুধি দিয়ে!
বৈরাগ্য বিবেক এক শঙ্খ
বাজে নিত্য কর্ম অর্চনায়।
মনের পাথরে ঘসা চন্দন
আঁখি জল ধরে ধরে রাখে!
শুদ্ধ শব্দ গাঁথা মালাগুলো
ভরা ভক্তির ফুল সাজিতে।
মনোরঞ্জন ভজন সাধন
আমার হরষ অর্ঘ্য ডালি
পূজার থালায় সঁপে আছি।
বোধ বুদ্ধির মন্ত্র জপছি
আছি একমাত্র চরণ তলে।

Exit mobile version