অসমাপ্ত আত্মকাহিনী
– পলি ঘোষ (বৃষ্টি)
জলটুকু ঘিরে যেটুকু রহস্য ছিল,
তপ্ত বালির ওপর মরীচিকা হয়ে,
ভাসছে তার ছাপ।
দুর থেকে দেখছি
ভাঙনের পর ক্রমশ শহর
গড়তে গড়তে আবার
আরেক মুঠো অথৈই আকাশ।
কাব্য প্রকাশের পর আর কলম থামে নি।
ক্লান্ত হয়ে নড়ে গাঁথনির ইঁট।
চলেছি বিশাল পথ।
প্রতিবার এক দীর্ঘ নিশ্বাস
যেন ও আর কিছু পথ,
অনন্ত ঈশ্বরের দিকে
এ যে বড়ই কঠিন,
তবু যে মানবজন্ম।
দগ্ধাতে দগ্ধাতে সংঘর্ষ চলে
জীবন পথে অবিরাম,
দাবানলে পরিণত হয় চলার পথ।
পাহাড় দেয় বিষধর
বাগানে দেখি নীলকান্তমণি
হাওয়ায় কেঁপে ওঠে দরজাটা,
চারদেওয়ালে জমে থাকা ধুলো,
কালো হয়ে আসে।