কবিতা- আমাতে তুমি

আমাতে তুমি
– অমিতাভ সরকার

 

 

শুক্লপক্ষে চাঁদের প্রকাশ,
অমাবস্যায় আঁধার আকাশ।
আমাতে চাই তোমার সুবাস।

গন্ধ ভরা প্রভাত সায়রে,
জুড়ায় পরান নিহরে নিহরে।

শিউলি সকাল আনমনে আসে শিশির ভরা ছন্দ নিয়ে,

সেই শিশিরে আঙ্গুল ভেজাও।
শিশির বিন্দুর নাকছাবিতে

উদাস মনে মুখ ঘোরাও ।

তোমার হাসিতে শিউলি ফোটে

অলক্ত ঠোঁটের সিক্ত শিশিরে।

নিখিল নীল স্নিগ্ধ বাতাসে,
তোমারছবি এঁকেছি আকাশে।
মেঘের ভেলায় শুভ্র রঙে,
তুমি দুলছ নিজের ঢঙে।

নিজের সময়ে রাত্রি নামে,
নিশির আলাপন তোমার নামে।
কালো রাত্রি সুখে সুখে ভরা,
আকাশ সাজাতে হেসেছে তারা।

Loading

Leave A Comment