চেনা
– সঞ্জিত মণ্ডল
বন্ধু চিনতে ভুল হলে পরে কতো কে তলিয়ে যায়,
অজানা অচেনা বন্ধু আবার পথেই বসিয়ে দেয়।
চেনা বন্ধুও কখনো সখনো অচেনাই হয়ে যায়,
বন্ধু চিনতে ভুল হলে পরে বিপদে পড়তে হয়।
রাস্তা চিনতে ভুল হলে পরে সে রাস্তা বন্ধুর-
মসৃণ পথ কোথাও কি আছে জীবন সমুদ্দুর।
ঢেউ ওঠে আর ঢেউ নামে জলে সংসার মহানদী,
জোয়ার ভাটায় সুখের জীবন রাস্তাটা চেনো যদি।
চিন্তার নাম মহাসমুদ্র চিন্তায় ওঠে ঢেউ-
সৎ চিন্তায় জীবন সফল দুশ্চিন্তারা ফেউ।
যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবতি তাদৃশী,
ঋষি বাক্যের অমোঘ ফলন জীবনযুদ্ধে রশি।
বই আমাদের বড়ো বন্ধু যে তার মতো কেউ নয়,
বিপদে আপদে স্থানে অস্থানে বই পড়ে ফেলা যায়।
জ্ঞান ভান্ডার বিদ্যারত্ন জ্ঞানী গুণী মহাজন ,
বড়ো হতে গেলে বই পড়া চাই চিনে রাখো প্রিয়জন।