কবিতা- ধর্ষিতার রূপে মেশে দেবীর আদল

ধর্ষিতার রূপে মেশে দেবীর আদল
– কাজল দাস

 

 

যে শরীর ছুঁয়ে দিলে কামনার বশে
যমেরও সাধ্যি নেই ছোঁবে একবার
রক্তের দাগে মেটে কবিতা,আপসে
লাশকাটা ঘরে চলে যোনি সৎকার

কিশোরী শরীর খোঁজে জন্ম জরায়ু
মেঘভাঙা চিৎকারে মায়ের আঁচল
পরিচিত ডাকনামে ছেদ টানে আয়ু
ধর্ষিতার রূপে মেশে দেবীর আদল। 

খুবলে নিল চোখ পারিজাত শোকে
শব্দ নেভা শরীর বিস্বাদ বিনোদনে
মানুষের ইতিহাস পিশাচের চোখে
জিভ হীন দেবী কাঁদে মাতৃ বোধনে। 

Loading

Leave A Comment